Tuesday, July 1, 2014

আল্লাহ কি মিথ্যেবাদী নাকি অজ্ঞ ?


মুসলমানদের মহান আল্লাহ কোরানে সুরা বাকারা-এর ২৫৫ নাম্বার আয়াতে বলেছে -
তার মহাসিংহাসন মহাকাশমন্ডলী ও পৃথিবীতে ব্যাপ্ত; এদের উভয়ের হেফাজত তাকে ক্লান্ত করে না; আর তিনি সর্বচ্চে অধিষ্ঠিত, মহামহিম l
অর্থাত আল্লাহর  সিংহাসন বা আরস মহাবিশ্বের সর্বত্র বিস্তৃত l আকাশ, মহাকাশ, এবং পৃথিবী এগুলোর সব জায়গায় আল্লাহর আরশ তথা সিংহাসন বিস্তৃত অবস্থায় রয়েছে l আর আল্লাহ মহাবিশ্ব নিয়ন্ত্রণ বা পরিচালনা করে কিন্তু তাতে তার কোন ক্লান্তি লাগে না l এবং আল্লাহ মহাবিশ্বের সব কিছুর উপরে আছে বা অধিষ্ঠিত আছে l

অর্থাত আল্লাহর আরশ মহাবিশ্বের সবজায়গাতেই বিরাজমান l এবং আল্লাহর অবস্থান হচ্ছে সবকিছুর উপরে l
কিন্তু বিজ্ঞান পৃথিবীতে কোথাও কোন আরশ বা সিংহাসন খুঁজে পায়নি l কেন পায়নি যদি আল্লাহর আরশ সব জায়গাতেই বিরাজ করে বা বিস্তৃত থাকে ? বিজ্ঞান আজ অতি ক্ষুদ্র পদার্থের অস্তিত্বও আবিষ্কার করে ফেলেছে l ইলেকট্রন প্রোটন এবং নিউটন সহ সব ধরনের ক্ষুদ্রতম কনিকা গুলোও আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞান l মহাবিশ্ব-এ বিরাজমান সব ধরনের শক্তি(এনার্জি) পর্যন্ত মানুষ আবিষ্কার করে ফেলেছে l কিন্তু তারপরেও কোথাও আল্লাহর আরশ খুঁজে পেল না l
মহাবিশ্বে যা কিছু আছে তার সবকিছুই গঠিত হয়েছে দুটি ভিন্ন সত্বা দিয়ে l একটা হচ্ছে পদার্থ এবং অন্যটি হচ্ছে শক্তি l আবার পদার্থ শক্তিতে পরিনত হতে পারে এবং শক্তি পদার্থ তৈরী করতে পারে l অর্থাত পদার্থ এবং শক্তি একে অন্যে পরিবর্তিত বা রুপান্তরিত হতে পারে l এবং এটাই হয় বাস্তব জগতে l মহাবিশ্বে পদার্থ ও শক্তির বাইরে অন্য কিছু নেই l তাহলে আল্লাহর আরশ বা সিংহাসন পদার্থ দ্বারা অথবা শক্তি দ্বারা অর্থাত এ দুটোর একটি দ্বারা গঠিত হতে হবে l
কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত কোন আরশ বা সিংহাসন পৃথিবীতে, আকাশে এবং মহাকাশে খুঁজে পায় নি l যদি আল্লাহর আরশ বলে কিছু থাকতো তবে অবশ্যই সেটা খুঁজে পেতো বিজ্ঞান l কিন্তু বাস্তব জগতে এমন কিছু নেই বলেই বিজ্ঞান খুঁজে পায়নি l যদি থাকতো তবে অবশ্যই খুঁজে পেতো l
অর্থাত আল্লাহর আরশ বলতে কিছু নেই বিশ্বজগতে l কোরান মিথ্যে কথা বলেছে l

আবার আল্লাহ নাকি সবকিছুর উপরে অধিষ্ঠিত l অর্থাত আল্লাহ সবকিছুর উপরে রয়েছে l
কিন্তু উপর নিচে বলতে মহাকাশে কিছু নেই l মহাকাশে যেকোন দিক উচু বা নিচু হতে পারে l মহাকাশে সবদিকই উচু এবং সব দিকই নিচু l উচু নিচু ব্যাপারটা তৈরী হয় কোন গ্রহ বা নক্ষত্রের মহাকর্ষীয় বলের কারণে l অর্থাত যখন কোন গ্রহ বা নক্ষত্র কোন পদার্থকে তার নিজের দিকে আকর্ষণ করে মহাকর্ষ বল দ্বারা তখনই পদার্থ উপর নিচে বলে কিছু অনুভব করে বা বুঝতে পারে l সুতরাং উপর নিচে ব্যাপারটা সম্পূর্ণ মহাকর্ষীয় বলের কারণে ঘটে l অর্থাত উপর নিচের ব্যাপারটা শুধু মাত্র গ্রহ নক্ষত্রের মধ্যে স্বীমাবদ্ধ l কিন্তু মহাশুন্যে বা মহাকাশে যেখানে মহাকর্ষ বল কাজ করবে না সেখানে উপর নিচে বলে কিছু থাকবে না l আর তাই আল্লাহ সবকিছুর উপরে কথাটা মিথ্যে কথা l কারণ মহাবিশ্বের যেকোন দিকই উপর বা নিচে হতে পারে l আবার মহাকর্ষ বল না থাকলে কোথাও উপর বা নিচে বলে কিছু থাকবে না l আর তাই আল্লাহ সবকিছুর উপর অধিষ্ঠিত আছে কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা l

আর এই কথাটা বলা হয়েছে কোরানে l অর্থাত কথাটা স্বয়ং আল্লাহর (মুসলমানদের দাবি অনুযায়ী) l তাহলে আল্লাহ এক আয়াতে দুইটি মিথ্যে কথা কেন বললেন ?
এর একটাই কারণ থাকতে পারে; সেটা হচ্ছে আল্লাহ আসলে মহাবিশ্ব সম্পর্কে কোন জ্ঞান রাখেন না l তাই আরশের সর্ববিস্তৃতি এবং আল্লাহ সবকিছুর উপর আছে এই কথাটা বলেছে l যদি জানতো তবে এই মিথ্যে কথা দুটি বলতো না l

6 comments:

  1. আচ্ছা ভাই, অভিকর্ষ বল দেখতে কেমন। মানুষের কথা দেখতে কেমন, গরম আর ঠান্ডা দেখতে কেমন? এসবের উত্তর দিতে পারবেন। জানি পারবেন না। তাহলে জেনে রাখুন আল্লাহ্ পৃথিবীর সর্বত্র বিরাজমান তাকে আমরা দেখতে পারি না। আর ভুল হাদিসের ব্যাখ্যা দেন কেন, কুরআন-মাজিদ নিজে পড়ে দেখুন, আল্লাহর আরশ কোথায় আছে। আর এসব ভণ্ডামি পোস্ট বাদ লেখে সময় নষ্ট করা বাদ দেন। তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। এখনও তো বেকার পড়ে আছেন। তাই এসব বাজে পোস্ট লেখার সময় পান। আর আপনার নাম্বারটা একটু দিয়েন। আপনার সাথে কথা আছে।

    ReplyDelete
  2. আচ্ছা মানুষ এখনো মহাকাশের শেষ সীমা আবিষ্কার করতে পারে নাই। আর কুরআন আনুসারে এই মহাকাশের সমাপ্তি আরশে। যেদিন মহাকাশ এর শেষ সীমা আবিষ্কার করবে বিজ্ঞান সেদিন ইন শা আল্লাহ আরশ পেয়ে যাবে।
    আর ডার্ক মেটার সম্পর্কে যানেন???
    আর এন্টি মেটার???
    এটা মহাবিশ্বের কোন পদার্থের মতো নয়। আর আমাদের মহাবিশ্বের ৯৫% এই ডার্ক মেটার এবং ডার্ক এনার্জি দিয়েই তৈরি। আর বাকি আমারা যা দেখি সব 5%। আধুনিক বিজ্ঞান কেবলি এটি নিয়ে ধারণা করতে পেরেছে। কিন্তু এখনো বুজতেই পারতেছেন না। প্রমান করতে পারতেছেন না। কারন এখানে বিজ্ঞান কেবলি নবজাতক।
    যাই হোক। আপনার দেখি এই সব বেপারে ধারনা কম। উল্টা পাল্টা লেখালেখি বাদ দিয়ে লেখাপড়া করেন

    ReplyDelete
  3. Lucy(2014) এই সিনেমা টা দেখার জন্য বলছি আপনাকে,বিজ্ঞান দিয়েই প্রমান পাবেন আল্লাহ কিভাবে সব জায়গায় আছেন অথচ সিনেমা টা ইসলাম নিয়ে না,মানুষের ব্রেইন ১০০% ব্যবহার করলে কী হবে তাই দেখানো হয়েছে,ভাই ১০০% কার্যকর ব্রেইন পেলে মানুষের এই সামান্য বডি তা নিতে পারেনা দেহ শেষ হয়ে যায়,অথচ দেহহীন শরীরে কিভাবে "I am everywhere" লেখা হয় তা দেখতে ভুলবেন না,বুঝতে পারবেন ১০০% মস্তিষ্কের ব্যবহার মানুষকেই নিরাকার বানিয়ে দেয়,সেখানে ঈশ্বর(মহান আল্লাহ সুবহানাতায়ালা)কেন নিরাকার, কিভাবে সব জায়গায় আছেন।

    ReplyDelete
  4. দুর্বল যুক্তি, আপনারা নাস্তিক নামের কলংক 😏 একটা যুক্তিও ভালো দিতে পারেন না, ভুলভাল আর অজ্ঞতা প্রকাশ পায় লেখনিতে

    ReplyDelete
  5. বিজ্ঞান শুন্য থেকে কিছুই সৃষ্টি করতে পারে না, সেই বিজ্ঞান দিয়ে সৃষ্টিকর্তা খুজতে যায়। হায়!!আফসোস!!

    ReplyDelete
  6. Gambling sites in the US - DrMCD
    Find 서울특별 출장샵 the 전주 출장샵 best gambling websites in the US. The biggest 서귀포 출장샵 casino 순천 출장안마 list 양산 출장샵 to play slots, table games and video poker. Play for real cash, win real

    ReplyDelete