Tuesday, July 1, 2014

ফেরেশতা এবং কম্পিউটার টাইপিং


ছোট বেলা থেকে শুনে আসছি আমাদের প্রত্যেকের কাধে দুইজন করে ফেরেস্তা থাকে l তারা মানুষের পাপ-পুন্যের হিসাব রাখে l ডান কাধের ফেরেশতা লিখে মানুষের পুন্যের হিসাব এবং বাম পাশের ফেরেশতা লিখে পাপের হিসাব l তারা যুগ যুগ ধরে মানুষের পাপ-পুন্যের হিসাব রেখে চলেছে l প্রাচীন কাল থেকে তারা মানুষের পাপ-পুন্যের হিসাব রেখেছে লিখে লিখে l ইসলাম আসার পূর্বেই মানুষ লেখার পদ্ধতি আবিষ্কার করেছে l তখন থেকেই মানুষ লিখে রাখতো সব কিছু l এবং ফেরেশতারাও পাপ-পুন্যের হিসাব রাখে লিখে লিখে l
কিন্তু মানুষ আধুনিক যুগে এসে টাইপ রাইটার এবং কম্পিউটার আবিষ্কার করেছে l সব ধরনের কাজ বর্তমানে কম্পিউটারের মাধ্যমে করা হয় l মানুষ লেখালেখির সব কাজ বর্তমানে কম্পিউটারের মাধ্যমে করে থাকে l
তাহলে এখন কি সেই কাধের ফেরেশতা দুটো কি কাগজে লিখে, নাকি কম্পিউটারে লিখে ? যদি কাগজেই লিখে তবে বলতে হবে ফেরেশতা ব্যাক ডেটেড বা প্রাচীনই রয়ে গেছে l আবার যদি কম্পিউটারে লিখে তবে প্রশ্ন আসবে তারা কম্পিউটার টাইপিং কোথায় শিখলো l কারণ কম্পিউটার আবিষ্কার করেছে মানুষ l আর তাই শিখতে হলে মানুষের কাছেই আসতে হবে l তাছাড়া কোথায় শিখবে ?

3 comments:

  1. ফেরেশতারা তোর আব্বার কাছে লেখা শিখবে আর কি ?

    ReplyDelete
  2. অ্যাথেইস্টরা মূর্খ হয় । না হয় মূর্খরাই অ্যাথেইস্ট হয়।

    ReplyDelete
  3. ভাই আপনি এখনো নাস্তিক হওয়ার মতো যোগ্য ব্রেইন অর্জন করতে পারেন নাই। আগে নিজের ব্রেইন কে বড় হতে দিন তার পর নাস্তিকতাতে আসবেন।

    ReplyDelete