Sunday, June 29, 2014

রমজান এবং বিদেশী গান :


আমাদের দেশের আস্তিকগুলো রমজান মাস এলে খুব ধার্মিক হয়ে যায় l তারা পাচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা করে কোরান তেলাওয়াত করে আরো কত কি ! এক কথায় পাক্কা মমিন l
যদি কেউ রমজান মাসে হিন্দি বা ইংলিশ গান শুনে তবে তারা বলে - দেখেছো কেমন খারাপ ! বিদেশী গান শুনে ! আল্লাহ খোদার নাম না নিয়ে বিদেশী গান শুনে l
আমি বলি - ভাই হিন্দি বা ইংলিশ গান শুনলে সমস্যা কিন্তু আরবি গান গাইলে বা শুনলে সমস্যা নেই তাইনা ? আরবি গানতো বিদেশী গান, তাহলে আপনারা সুর দিয়ে আরবি কোরানের গান কেন গান ?

1 comment:

  1. এই কারনে আরবি গান শোনে, কারন আরবি গানে আল্লাহর প্রশংসা, নৈতিকতা ও মানুষের হেদায়াতের কথা থাকে। কিন্তু হিন্দি বা ইংলিশ গানে অশ্লীল ও অনৈতিক কথাবার্তা থাকে। তাই হিন্দি ও ইংলিশ গান শোনে না।

    ReplyDelete