Friday, June 27, 2014

কোরানের আকাশ সম্পর্কে বৈজ্ঞানিক ভুল


৬৭) সুরা আল মূলক : আয়াত - ০৩ :
"যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন সুবিন্যস্তভাবে l তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোন অসামঞ্জস্য দেখতে পাবে না l তারপর তুমি দৃষ্টি ঘুরিয়ে-ফিরিয়ে নাও, তুমি কি কোন ফাটল দেখতে পাচ্ছ ?" (অনুবাদ - ড : জহুরুল হক )

এই আয়াত অনুযায়ী, আল্লাহ সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে অথবা সুবিন্যস্তভাবে / মানুষ বা মুহাম্মদ আল্লাহর সৃষ্টিতে কোন খুত বা ত্রুটি অথবা অসামঞ্জস্যতা দেখতে পাবে না / যদি মানুষ অথবা মুহাম্মদ দৃষ্টি ফিরিয়ে ভালো করে দেখে তবুও আকাশের কোন ফাটল বা ত্রুটি দেখতে পাবে না /

অর্থাত আল্লাহ আকাশ সুবিন্যস্তভাবে ও স্তরে স্তরে সাত আকাশ তৈরী করেছেন / আল্লাহর সৃষ্টিতে কোন ত্রুটি নেই বা অসামঞ্জস্যতা নেই / অনেক ভালো করে তাকিয়ে দেখলেও তাতে কোন ত্রুটি বা ফাটল দেখতে পাওয়া যাবে না /

তাহলে এই আয়াত অনুযায়ী বুঝা যাচ্ছে যে, আকাশের সংখ্যা সাতটা এবং এই আকাশ তৈরিতে কোন ত্রুটি বা ফাটল নেই / আর মানুষ যদি ভালো করে দেখে তবুও আকাশের কোন ফাটল সে দেখতে পাবে না / অর্থাত আকাশ একটি শক্ত কঠিন পদার্থ আর আকাশের কোন ফাটল নেই / আর আকাশ তৈরী করা হয়েছে একটার উপর আরেকটা এভাবে সাতটা /

তাহলে আল্লাহর ভাষ্য মতে আকাশ সাতটা এবং আকাশ তৈরী করা হয়েছে শক্ত কঠিন পদার্থ দিয়ে অতি সুনিপুনভাবে / এত ভালো করে তৈরী করা হয়েছে যে এতে কোন ফাটল নেই / আর ফাটল থাকা সম্ভব শুধু শক্ত কঠিন বস্তুর ক্ষেত্রে / অর্থাত আল্লাহর কথা মত আকাশ শক্ত কঠিন পদার্থের তৈরী /

কিন্তু বাস্তব আকাশ সাতটা নয় বরং একটা / অর্থাত আমাদের আকাশ একটা / এবং এটি গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরী / কোন কঠিন পদার্থ দিয়ে তৈরী নয় / এটি তৈরী হয়েছে গ্যাসীয় পদার্থ দিয়ে / আর তাই গ্যাসীয় পদার্থের তৈরী আকাশের কোন ফাটল থাকা সম্ভব নয় /
সুতরাং আল্লাহ বলছেন যে আকাশে ফাটল নেই অর্থাত আকাশ শক্ত কঠিন কোন পদার্থ দিয়ে তৈরী / কিন্তু আল্লাহ জানেন না যে আকাশ কোন শক্ত কঠিন পদার্থের তৈরী নয় বরং এটি গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরী আর তাই এর কোন ফাটল থাকা সম্ভব নয় /
তাহলে আল্লাহ সবকিছু জানেন না / অর্থাত আল্লাহ সর্বজ্ঞানী নয় / আর যে সর্ব জ্ঞানী নয় সে সৃষ্টিকর্তাও নয় /

No comments:

Post a Comment