Saturday, June 28, 2014

মুসলিমদের আল্লাহর এ কেমন নকলের প্রবণতা ?



বিশ্বজগত তৈরী সম্পর্কে বাইবেল-এ বলা হলো বিশ্বজগত ছয়দিনে তৈরী করা হয়েছে l অর্থাত গড (God) বলছেন বিশ্বজগত ছয় দিনে সৃষ্টি করা হয়েছে l তাই দেখে আল্লাহ বলে ফেললো বিশ্বজগত ছয় দিনে সৃষ্টি করা হয়েছে l
কিন্তু বিজ্ঞান বলে বিশ্বজগত লক্ষ কোটি বছরে তৈরী হয়েছে l
তাহলে আল্লাহ কেন সরাসরি গড-এর কথা নকল করে বলে ফেললো বিশ্বজগত ছয়দিনে তৈরী করা হয়েছে l কেমন নকলবাজ আল্লাহ দেখেছেন ! বেটা জানেই না বিশ্বজগত আসলে কত সময়ে তৈরী হয়েছে l গড একটা কথা বলেছে কাল্পনিক এবং মিথ্যা কথা আর অমনি আল্লাহ তাই দেখে বলে দিল বিশ্বজগত ছয়দিনে তৈরী হয়েছে l বেটা আগে সত্যিটা জেনে নি তারপর বল l  সেটা না করে গড যা বলেছে না জেনে সেটাই বলে দিল বোকা আল্লাহ l

আবার আল্লাহকে বাচাতে মুসলমানগুলো উঠে পড়ে লেগে গেল l আল্লাহকে বাচাতে তারা কি কথা বলে উঠলো- আল্লাহ আসলে ছয় দিন বলেনি ছয়টি লম্বা সময়ের কথা বলেছে l কোরানে ইয়াম বলা হয়েছে যার অর্থ দিন অথবা লম্বা সময় l অর্থাত দিনও আবার লম্বা সময়ও l

আল্লাহ যদি ছয় দিন না বলে ছয়টি লম্বা সময়ই বলে থাকে তাহলে সে আবার ছয়টি লম্বা সময় বলতে গেল কেন বাইবেলকে অনুকরণ করে ? সরাসরি একটা লম্বা সময় বলে দিলেই তো হত l বিশ্বজগত একটা লম্বা সময়ে তৈরী হয়েছে আর সেই লম্বা সময়টা হচ্ছে সাড়ে চারশ কোটি বছর অথবা লক্ষ কোটি বছর l
বিশ্বজগত তৈরীর মোট সময়কে ছয়টি লম্বা সময় না বলে একটি লম্বা সময় বলাইতো অনেক যুক্তি যুক্ত হত l  তাহলে মানুষ বুঝে যেত এখানে ছয় দিন নয় বরং একটি লম্বা সময়কে বোঝানো হয়েছে l
কোরানে ছয় দিনের কথাই বলা হয়েছে ছয়টি লম্বা সময় নয় l আর এখানে ছয় দিন বা ছয়টি লম্বা সময় বলে প্রমান দিয়েছে, আল্লাহ আসলে একটা নকলবাজ মানুষ অথবা প্রাণী l
ছয়টি দিন বলা যে বাইবেলকে নকল করা সেটা খুব সহজেই আল্লাহ প্রমান দিয়েছেন l
আল্লাহ একটা নকলবাজ l

No comments:

Post a Comment