Friday, June 27, 2014

মুহাম্মদের আল্লাহ যদি এতই সর্বজ্ঞানী হয়ে থাকে তাহলে সে বিজ্ঞান বোঝে না কেন ?


মুহাম্মদের আল্লাহ যদি এতই সর্বজ্ঞানী হয়ে থাকে তাহলে সে বিজ্ঞান বোঝে না কেন ?
মুহাম্মদের আল্লাহ যদি এতই সর্বজান্তা হয়ে থাকে তবে মুহাম্মদের খাবারে বিশ মিশানো হবে সেটা আল্লাহ জানলো না কেন ?
মুহাম্মদের আল্লাহ যদি এতই ভবিষ্যত জাননে-আলা হয়ে থাকে তবে সে মুহাম্মদ কে কেন কোরান গ্রন্থাকারে লিপিবদ্ধ করে রাখতে বলল না ? আল্লাহ কি জানতো না কোরান বিকৃতির ষড়যন্ত্র করা হবে ?
আল্লাহ যদি সর্বশক্তিমানই হয়ে থাকে তবে ইসলামের এমন সুচনীয় পরাজয় হয় কি করে ?
মুহাম্মদ পরবর্তী ইসলামের এমন করুন পরিনতি হয় কি করে যদি ইসলাম মুহাম্মদের আল্লাহ প্রদত্ত ধর্ম হয়ে থাকে ?

ইসলাম যদি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা প্রদত্ত একমাত্র সত্যি ধর্মই হয়ে থাকে তবে বর্তমান বিশ্বে মুসলমানদের এমন শুচনীয় পরিস্থিতি কেন ?
তবে কি আল্লাহ মুসলমানদের পক্ষে ছিল না কখনই ? আল্লাহ যদি মুসলমানদের পক্ষেই থাকে তবে কেন পৃথিবীর উন্নতির ভার ভিন্ন ধর্মের হাতে দিয়ে দিয়েছে ?
জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির তথা মানব সভ্যতার অগ্রগতি এবং মানব কল্যাণ কেন ভিন্ন ধর্মের লোকগুলোর দ্বারা সম্পন্ন হয় ? মুসলমানরা কেন মধ্যযুগে পরে আছে ? কেন মুহাম্মদের আল্লাহ মুসলমানদের উন্নতি করতে পারছে না ? মুসলমানদের উন্নতি কেন বিধর্মের মানুষ করছে ?
বর্তমান মুসলমানদের দিক থেকে কেন তাদের সর্বশক্তিমান আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন ?
মুসলমানরা কেন বার বার বিধর্মীদের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হয় বারবার ?

এর উত্তরে কি বলবে মুসলমানরা ? মুহাম্মদের কল্পিত আল্লাহ কি বিশ্বজগতের ভার অন্য কোনো ধর্মের অন্য কোনো সৃষ্টিকর্তার উপর দিয়ে দিয়েছে ?
আর তাদের সৃষ্টিকর্তা তাদেরকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে ? ফলে মুসলমানরা তাদের আল্লাহ ব্যতিত ছন্নছাড়া হয়ে আজ পৃথিবীর বুকে সন্ত্রাসের কর্ম কান্ড চালিয়ে যাচ্ছে আর বিধর্মীদের কাছে পরাজিত হচ্ছে বারবার ?
তবে কি মুহাম্মদের আল্লাহ সর্বজ্ঞানী নয় ? সবজান্তা নয় ? সর্বশক্তিমান নয় ?
মুহাম্মদের আল্লাহ কি তবে মুহাম্মদের কল্পিত এবং মিথ্যে এক সৃষ্টিকর্তা ?

No comments:

Post a Comment